হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (প্রশিক্ষণ,পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার।
শনিবার (১১ অক্টোবর) বিকালের দিকে তিনি এ স্টেশনটি পরিদর্শন করেন।
এসময় তিনি উক্ত ফায়ার স্টেশনের সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যনিষ্ঠা প্রত্যক্ষ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এর পূর্বে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যার্থনা জানান।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিএফএম(এস) জসিম উদ্দিন ও উপসহকারী পরিচালক (জোন-৩) মো: আব্দুল মন্নান।
পরিচালককে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।