চট্টগ্রামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার মো. কাইছার উদ্দিনের পুত্র।

নিহতের প্রতিবেশী বখতিয়ার জানান, মিজবাহ উদ্দিন একজন কিশোর রিকশাচালক। প্রতিদিনের মতো আজও রিকশা চালিয়ে বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা যান। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন জন্মের প্রায় দুই বছর পরই মাকে হারান। পিতার অভাবের সংসার চলে তার অটোরিকশা চালানোর আয়েই। পিতা-ছেলে একই রিকশা ভাগাভাগি করে চালাতেন। সেই অটোরিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ডীপ সী ডকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধমার্কস অলরাউন্ডার- দেখাও যত প্রতিভা তোমার, ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি