মীরসরাইয়ে মহাসড়কে নির্মাণ সামগ্রী রাখায় জরিমানা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদর এলাকায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির দায়ে দুইজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাসড়কের মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলা ও দুই ব্যক্তিকে আড়াই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আ. লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৭