চট্টগ্রাম নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এখন আমাদের অন্যতম অগ্রাধিকার। নগরবাসীর চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার এবং কার্পেটিং কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। মানসম্মত কাজ নিশ্চিত করতে আমি নিজে সরেজমিনে পরিদর্শন করছি’– বলেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি বাণিজ্যিক শহর। তাই সড়ক উন্নয়ন শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয়, বরং অর্থনৈতিক কার্যক্রমের গতি বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ। নগরীর প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে সড়ক সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
গতকাল শুক্রবার সকালে মেয়র নগরীর সুগন্ধা মির্জাপুল সড়কে চলমান কার্পেটিং (রাস্তা মেরামত) কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ–খবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রকৌশলী তৌহিদুল হাসান, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।