বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে চবি ও আর্কের কর্মশালা আজ

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

আজ থেকে চবি ও আর্কের যৌথ উদ্যোগ দিনব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হতে যাচ্ছে। শনিবার সকাল দশটায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি মেলা ও দিনব্যাপী কর্মশালা পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি থাকবেন ব্লেসড হোমের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মোরশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রোমানা আক্তার, চবি মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডঃ মোঃ আফজাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ডঃ মোঃ শাহিনুর রহমান, তোফা হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পারভেজ আহমেদ। এবারের মেলায় সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম মানসিক ক্লিনিক, মননিবাস, মনো কর্ণ, লাইফ স্প্রিং, ব্লেসড হোম, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেরেনিটি। দিনব্যাপী অনুষ্ঠানটিতে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধপিআর পদ্ধতির নির্বাচন সংসদীয় রাজনীতির গুণগত মান বাড়াবে