আগামী নির্বাচন হবে দেশ গড়ার নতুন সূচনা

উত্তর আগ্রাবাদে উঠান বৈঠকে অধ্যক্ষ হেলালী

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আগামী নির্বাচন হবে দেশ গড়ার নতুন সূচনা। তাই সবাইকে আহ্বান জানাইদাঁড়িপাল্লায় ভোট দিয়ে সৎ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। গতকাল শুক্রবার বিকালে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আল জাবের ইনস্টিটিউট কেন্দ্রের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধ্যক্ষ হেলালী বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো থেকে দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করতে হলে জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। সৎ নেতৃত্বই পারে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, জনগণ নিরাপদ থাকবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং উন্নয়ন হবে সমানভাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুন ইসলাম। এতে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের আমীর ইমরানুল হক, সেক্রেটারি মাকছুদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, আইয়ুব খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইটভাঙ্গায় বিএনপির সভা ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধপিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আলোচনা সভা