লোহাগাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় শাড়ি প্যাঁচিয়ে রেশমি শীল (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মা শিল্পী শীল ঘরের ভেতর মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রেশমি শীল উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়ার স্বপন শীলের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মায়ের সাথে মেয়েকে বাড়ির পাশে শ্রী শ্রী হরি মন্দিরে গীতা পাঠ করার জন্য যেতে বলে। এ সময় মেয়ে মন্দিরে যাবে না বলায় মা তাকে দুটি চড় মারে। পরে মেয়েকে বাড়িতে রেখে মা মন্দিরে চলে যান। এরপর দেড় ঘণ্টা পর মা মন্দির থেকে ফিরে এসে দেখতে পান বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তখন মা শিল্পী শীল ঘরের টিন ফাঁক করে ভেতরে প্রবেশ করে দেখতে পান মেয়ে বসতঘরের বিমের সাথে গলায় শাড়ি প্যাঁচিয়ে ঝুলে আছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সুরতহাল লিপিবদ্ধ শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।