জাতিসংঘের পিস মেডিটেশনের প্রবর্তক চট্টগ্রামের সন্তান শ্রী চিন্ময় স্মরণে আয়োজিত ‘শ্রী চিন্ময়ের শান্তির পৃথিবী’ শীর্ষক ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনব্যোধি ভিক্ষু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আবু বকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রামের পরিচালক স্কটল্যান্ডের অধিবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টারের সদস্য রিমন ঘোষ।
সিটি মেয়র বলেন, শ্রী চিন্ময় ছিলেন বিশ্ব শান্তির বার্তা বাহক। আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে, তিনি এই চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান। তিনি একাধারে দার্শনিক, লেখক, সঙ্গীতঙ্গ, চিত্রশিল্পী এবং অ্যাথলেট ছিলেন। এক কথায় বহুমুখী প্রতিভার অধিকারী। আজকে তার সৃষ্টিগুলোতে আমরা দেখতে পাই, তিনি পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিন ব্যাপী প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা এবং রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ অক্টোবর কণ্ঠশিল্পী বুবলি ঘোষ পরিবেশন করবেন শ্রী চিন্ময়ের গান। ১২ অক্টোবর শ্রী চিন্ময়ের দর্শন বিষয়ে আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আবু বকর। ১৩ অক্টোবর প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘এটারনাল জার্নি’, যেখানে ভায়োলিন বাদক এল সুব্রামনিয়াম ও শ্রী চিন্ময়ের সঙ্গীতযাত্রা তুলে ধরা হয়েছে। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ইংরেজি ভাষায় পরিচালিত ধ্যানসাধনা সেশন। ১৫ অক্টোবর প্রদর্শিত হবে ‘এক্সপ্রেসিভিটি চ্যালেঞ্জ’, যেখানে শ্রী চিন্ময়ের উদ্ভাবিত সংগীত তুলে ধরা হবে। ১৬ অক্টোবর কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের। ১৭ অক্টোবর রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার পরিবেশন করবেন শ্রী চিন্ময়ের গান এবং ১৮ অক্টোবর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শিশু ও পরিবারের জন্য বিশেষ শান্তি দৌড় (পিস রান) এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাত্মিক সাধক শ্রী চিন্ময়ের জন্ম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৯৩১ সালে। তিনি ১২ বছর বয়সে বাবা–মাকে হারান। পরে ১৯৪৪ সালে ভারতের পদুচেরিতে চলে যান। সেখানে অরবিন্দ আশ্রমে ২০ বছর আধ্যাত্মিক সাধনার পাশাপাশি ধ্যান এবং বাংলা ও ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষা লাভ করেন। শ্রী চিন্ময় ১৯৬৪ সালে নিউ ইয়র্কে চলে যান। সেখানে তিনি যোগসাধনা শুরু করেন। পরে নিউ ইয়র্কের কুইন্স শহরে প্রথম মেডিটেশন সেন্টার গড়ে তোলেন। এখন বিশ্বের ৭১টি দেশে মেডিটেশন সেন্টারের শাখা রয়েছে ৩৬১টি। ২০০৭ সালের ১১ অক্টোবর তিনি নিউ ইয়র্কে প্রয়াত হন। সমাহিত হয়েছেন সেখানে। এই প্রদর্শনীর মাধ্যমে তার কাজ এলো তার জন্মভূমিতে।