নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিক পরিচয়ে একদল ব্যক্তি ওই বাসায় ঢুকে বাসিন্দাদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও নতুন কেনা একটি টয়োটা গাড়ি লুট করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন রোডের বিটিআই উইন্ডসর নামে ভবনের চতুর্থ তলায় আমিনা আহমেদের বাসায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিনা আহমেদ গণমাধ্যমকে জানান, ১২–১৩ জন লোক নিজেদের টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করেন। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন। তারা গৃহকর্মীকে সঙ্গে নিয়ে ঢুকে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন বাসায় আমিনা আহমেদ ও তাদের নারী–পুরুষ দুইজন গৃহকর্মী ছিলেন। দুর্বৃত্তদের মধ্যে একজন নারী ক্যাপ ও জিন্স প্যান্ট পরা ছিলেন। তিনি বাসায় অবৈধ জিনিস আছে বলে তল্লাশি শুরু করেন। আমিনা আহমেদদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা–পয়সা নিয়ে নেয়। একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা টয়োটা করোলা প্রাইভেটকারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যায় তারা। গাড়ির চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা চলে যায়।
নগর পুলিশের উত্তর জোনের উপ–কমিশনার আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের সময় ঘটনার সুযোগ নেয় দুর্বৃত্তরা। ভবনটি তখন প্রায় পুরুষশূন্য ছিল। গৃহকর্ত্রীর সন্তানরা বিদেশে থাকেন, তিনি গৃহকর্মীদের সঙ্গে বসবাস করছিলেন। খবর পেয়ে খুলশী থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পরিকল্পিত ডাকাতির মতোই মনে হচ্ছে। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই কাজ করেছে। দ্রুত আসামিদের ধরতে কাজ করছি আমরা।