পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীতে গতকাল রাতে মাত্র পৌনে এক ঘণ্টার ভারী বৃষ্টিতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে বৃষ্টি থেমে গেলে পানিও দ্রুত নেমে যায়। আকস্মিক জলাবদ্ধতায় নগরবাসী ভোগান্তিতে পড়েন। বিশেষ করে সড়কে তীব্র যানজট দেখা দেয়।

জানা গেছে, গতকাল রাত পৌনে নয়টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ছুটির দিন হওয়ায় অনেকে পরিবার নিয়ে বাইরে বের হয়। তবে বৃষ্টিতে আটকে পড়ে ভোগান্তির শিকার হন অধিকাংশ মানুষ। বর্ৃষ্টির কারণে বহদ্দারহাট বাদুরতলা, কাপাসগোলা, বাকলিয়া মিয়াখান নগর, চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর আরো কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে
পরবর্তী নিবন্ধবাইককে পিকআপের ধাক্কা, স্বামী নিহত, স্ত্রী আশঙ্কাজনক