নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ অভিযানে ১৩টি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত বৃহস্পতিবার থেকে দুদিন ধরে চলা এ অভিযানে বহদ্দারহাটসহ একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদকে (২৩) গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী শহিদুল ইসলাম ও আইয়ুব আলীসহ প্রায় ২৪ জন পালিয়ে যায়।
গণমাধ্যমকে পাঠানো সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ–পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের তত্ত্বাবধানে এবং সোয়াত টিমের সহায়তায় ৯ ও ১০ অক্টোবর দুদিন চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার, শুলকবহর এলাকার বিভিন্ন বাসা ও কালামিয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র (৫টি বিদেশি পিস্তল, ৩টি বন্দুক, ৫টি দেশীয় অস্ত্র), ৫৮ রাউন্ড তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি ম্যাগজিন, ৩,৫০০ পিস ইয়াবা, ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআরসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামি আজাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতাসহ দুটি মামলা রয়েছে। পলাতক শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।