নিজের রান আউট হওয়াকে অপরাধ বলছেন হৃদয়

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যখন ধীরে ধীরে নিরাপদ অবস্থায় নিয়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তখনই ঘটে সেই দুঃসময়ের মুহূর্ত। একটি ভুল সিদ্ধান্তে রান আউট হয়ে ফিরেন তাওহিদ হৃদয়। আর সে রান আউটে ভেঙে যায় দুজনের শতরানের জুটি। সে সাথে থেমে যায় বাংলাদেশের রানের গতি। ম্যাচ শেষে নিজের ভুলের দায় স্বীকার করে তাওহীদ হৃদয় বলেন এভাবে রানআউট হওয়া একটা অপরাধ। প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ১০১ রানের জুটি গড়ে ইনিংস টেনে তোলেন হৃদয় ও মিরাজ। ব্যাটিংও করছিলেন দারুণভাবে। ৮৫ বলে ৫৬ রান করেন হৃদয়। কিন্তু হঠাৎ এক ভুল কলেই রান নিতে গিয়ে আফগানদের হাতে উপহার দেন নিজের উইকেট। হৃদয়ের মতে, সেই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারন ্‌েই জুটি ভাঙ্গার পর আর কোন ব্যাটারই দাড়াতে পারেনি। ফলে প্রত্যাশিত স্কোর গড়াও হয়নি।

তিনি বলেন আমি মনে করি, আমার রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শতভাগ। ওই অবস্থায় ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ওভাবে রান আউট হওয়া একেবারেই মানা যায় না। আমি বলব এটা রীতিমত একটা অপরাধ। চলতি বছরে ইতিমধ্যে চারবার রান আউট হয়েছেন হৃদয়। আর এ বিষয়টি নিয়ে তিনি নিজেও চিন্তিত। হৃদয় বলেন অবশ্যই আমার ভুল সিদ্ধান্তের জন্যই আমি রান আউট হয়েছি। চেষ্টা করব যেন সামনে এমন না হয়। সমস্যাটা আসলে আমার ভেতরেই। আমাকেই বুঝতে হবে সেটা কোথায়। আর সেটা খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব এ অবস্থা থেকে বের হতে চাই। নিজের ইনিংস ও দলের পারফরম্যান্স নিয়ে তাওহীদ হৃদয় বলেন যেভাবে ব্যাটিং করছিলাম, যদি ওই পার্টনারশিপটা আরও একটু দীর্ঘ হতো তাহলে ম্যাচের সিনারিও পুরোই বদলে যেত। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। তাই সামনের ম্যাচ গুলোতে আমাকে আরো সতর্ক হতে হবে। কারন এ ধরনের একটা ভুলের বেশ বড় প্রভাব পড়ে দলের ইপর। যেটা আমরা দেখেছি সিরিজের প্রথম ম্যাচে। কারণ একটা জায়গায় যখন দুই ব্যাটার জমে যায় তখন সবকিছু সহজ হয়ে যায় তাদের জন্য। সে অবস্থায় যখন বিচ্ছেদ ঘটে তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। যেহেতু আমরা সিরিজে পিছিয়ে পড়েছি তাই সামনের ম্যাচ দুটিতে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ফুটবলের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন বুলবুল