শেভরন আই হসপিটালে বিশ্ব দৃষ্টি দিবস পালন

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বিশ্ব দৃষ্টি দিবস বিশ্বব্যাপী অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয়। এর পরিপ্রেক্ষিতে শেভরন আই হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়। এ দিবসটি শুধু অন্ধত্ব প্রতিরোধ বা চোখের রোগ নিয়ন্ত্রণের জন্য নয় বরং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘আপনার চোখকে ভালোবাসুন’ যা চোখের যত্ন এবং দৃষ্টিশক্তি হারানোর কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। এ উপলক্ষে এক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন শেভরন আই হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টারের পরিচালক প্রশাসন ডা. মো. আবদুল করিম, পরিচালকঅর্থ ডা. মো. আবদুল মান্নান সিকদার এবং সকল কর্মকর্তাকর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. আবদুল করিম, ডা.আবদুল মান্নান সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দেড়শ লিটার চোলাই মদসহ সিএনজি জব্দ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ১০ টি হুইল চেয়ার প্রদান