খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় একজনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় মো. মান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মান্না জেলা সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের সন্তান।

স্থানীয়রা জানান, মান্নান মিয়া কলেজ গেট এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্বস্তরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধ৫ দফা গণদাবির পক্ষে ব্যবসায়ী শিল্পপতিদের সোচ্চার হতে হবে