দীঘিনালার শালবন বিহারে কঠিন চীবর দান

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দীঘিনালার বোয়ালখালি সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে দায়কদায়িকারা যোগ দেয়। এতে প্রধান ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা

উ পঞঞ চকক মহাথের।বিশেষ ধর্মদেশক ছিলনে লোকমিত্র থের মহোদয়।

এতে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্টপরিষ্কার , পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন