বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাবাখালী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত আলী চেয়ারম্যান। গত শনিবার বিকালে আগুনে ওই গ্রামের ছয়টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ–দুর্দশা লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাঁশখালী বিএনপি পরিবারের পক্ষ থেকে লেয়াকত আলী চেয়ারম্যান প্রতিটি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, এক বস্তা চাল, দুই লিটার তেল প্রদান করেন। এছাড়াও একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকেও তিনি নগদ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাঁশখালী বিএনপি সভাপতি প্রার্থী মোঃ নুরুল আলম, বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডাঃ আকবর সিকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম কাতেবি, বাঁশখালী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ ওহাব, ছাত্রদল নেতা আরিফ, আলাওল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর, ছনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করায় এলাকাবাসী লেয়াকত আলী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।