যাযাবর

পারভীন রব্বানী | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ঘুমে নির্ঘুমে ক্লান্ত, শ্রান্ত

তালে বেতালে

দেশে দেশে ঘুরে ফিরি

আমি যাযাবর।

আমি চিনি না, সে আমায় চিনে না

রাগ ভৈরবী, রাগ ইমন

সব হয়ে যায় একাকার

তবু ভালোবাসা আছে গানে, প্রাণে

পথ চলার টানে টানে।

কখনো বাল্টিক সাগরের ঢেউ

আটলান্টিকের ঠান্ডা নরম হাওয়া

টেগুসা নদীর শান্ত তীরে তীরে

মনে হয় আজও আছে কেউ।

গোল্ডেন বে র রোদ ঝলমলে ঝালরে

শনশন বাতাসের চাদরে

পাহাড়ি আঁকাবাঁকা পথ চলি

মালটার অমৃত সুধার আদরে।

এস্টোনিয়ার মেঘলা আকাশ, শুদ্ধ বাতাস

গির্জা আর দূর্গের সমাহার

ইতিহাস আর পৌরাণিক কাহিনির

অনুপম সৌন্দর্য, সুরের অপূর্ব মূর্চ্ছনা

অন্তরকে করে মহান, উদার।

বার্সেলোনার স্থাপত্যের খাঁজে খাঁজে

আছে গাউডির মর্মবেদনা

চোখ ভরে, মন ভরে অনুভবি

তার পরিশ্রম আর স্বপ্নের সাধনা।

একই আকাশ একই বাতাস দেখি

ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন রুপে

একই মহিমাময়ের অপূর্ব ছায়াতলে

সৃষ্টির সুরে সুরে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর পর্যটনস্পটগুলোতে মাদকের দৌরাত্ম্য; প্রশাসনের হস্তক্ষেপ চাই
পরবর্তী নিবন্ধপ্রতিটি মানুষ অনন্ত সম্ভাবনার মহাকাব্য