পতেঙ্গায় মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার মাছ বাজার এলাকায় মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. শাহেদ খান ও মো. নয়ন। গতকাল বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার পতেঙ্গার মাছ বাজার এলাকায় অনুমোদনহীন একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দের সময় ট্রাফিক পুলিশকে বাধা দেন গ্রেপ্তার হওয়া শাহেদ খানসহ তার সহযোগীরা। মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলাও করা হয়। এতে নজরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে শাহেদ খান ও তার সহযোগী নয়নকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, গ্রেপ্তার পরবর্তীতে শাহেদ খান ও নয়নকে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর যুবলীগ নেতা জামালখানে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাবা-মাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে আটক