কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর জামাল খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
গ্রেপ্তার যুবলীগ নেতা রানা উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের ছেলে এবং নারী ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজের ভাই।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, কর্ণফুলী থানার একটি টিম জামাল খান এলাকা থেকে যুবলীগ নেতা রানাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে একইদিন উপজেলার জুলধা এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন নামে আরেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।