সাধনপুরে বাগানের শতাধিক বৃক্ষ নিধন ও লুটের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। মুক্তিযোদ্ধার আত্মীয় বোরহান উদ্দিন জানান, বাগানটি ৪০/৫০বছর যাবৎ মৃত মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবারের সদস্যরা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করে আসছিলেন। বর্তমানে পরিবারের সদস্যরা এলাকায় না থাকায় স্থানীয় দুবর্ৃৃত্তরা গাছগুলো কাটছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বাধীনতার পর থেকে এই বাগানটি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান দেখাশুনা করে আসছিলেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যদরা এটার দেখাশুনা করে আসছিলেন। সরকার পরিবর্তনের পর থেকে এই বাগান দখল ও গাছ কেটে নিতে মরিয়া ছিল একটি পক্ষ, তারই ধারাবাহিকতায় এ ঘটনা বলে তারা জানান।

বাঁশখালী থানা পুলিশের রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী ঘটনার ব্যাপারে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। তবে কাটা গাছগুলো তারা নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বলে সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িয়ে থাকা ট্রাকে টেক্সির ধাক্কা, চালক নিহত
পরবর্তী নিবন্ধএসএমই খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি