দাঁড়িয়ে থাকা ট্রাকে টেক্সির ধাক্কা, চালক নিহত

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

পটিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি সিএনজি টেক্সির ধাক্কায় প্রাণ হারিয়েছেন টেক্সি চালক। নিহতের নাম মোহাম্মদ জালাল উদ্দিন (৬২)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়ার বাইপাস সড়কের গাজীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী পৌরসভার ৮নং ওয়ার্ডের কবির আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী সিএনজি টেক্সিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় টেক্সিটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনাস্থলে থাকা আরেক সিএনজি চালক মো. নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ট্রাকটি সড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ টেক্সিটি পেছন থেকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। তবে ট্রাকটি পালিয়ে গেছে। টেক্সিটি থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা শাহী জামে মসজিদ উন্নয়নে নতুন প্রকল্প
পরবর্তী নিবন্ধসাধনপুরে বাগানের শতাধিক বৃক্ষ নিধন ও লুটের অভিযোগ