আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের এক সামরিক বহরে ওত পেতে থাকা ইসলামি জঙ্গিদের আচমকা হামলায় ৯ সেনা ও দুই কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো। গতকালের এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান।
বার্তা সংস্থা রয়টার্সকে ৫ পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানান, উত্তর–পশ্চিমের জেলা কুররমে সেনাবাহিনীর গাড়িবহরে সড়কের পাশে পেতে রাখা বোমা আঘাত হানার পর বিপুল সংখ্যক জঙ্গি বন্দুক নিয়ে হামলা চালায়। তবে পাকিস্তানি সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ওরাকজাই জেলা সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর এক অভিযান চলাকালে ওই ১১ সেনা নিহত হয়েছে। ওই অভিযানে ১৯ ইসলামি জঙ্গির মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে তারা। খবর বিডিনিউজের।
রয়টার্সের এক প্রতিবেদকের কাছে পাঠানো বিবৃতিতে পাকিস্তানি তালেবান বলেছে, তাদের যোদ্ধারা ওই বহরের ওপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তেহরিক–ই–তালেবান পাকিস্তানের হামলা জোরদার হয়েছে। এই সশস্ত্র জঙ্গি সংগঠনটি পাকিস্তানের এখনকার শাসনব্যবস্থা উপড়ে শরিয়া শাসন চালু করতে চায়। ইসলামাবাদের অভিযোগ, এই জঙ্গিরা পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা ও প্রশিক্ষণের জন্য প্রতিবেশী আফগানিস্তানের মাটি ব্যবহার করছে। পারমাণবিক শক্তিধর আরেক প্রতিবেশী ভারত এই জঙ্গিদের অর্থসহ নানান পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও তাদের সন্দেহ। ভারত ও আফগানিস্তান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।