পুরোপুরি ফিট আছেন পেসার মারুফা খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২৫ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়ায় যে শঙ্কা তৈরি হয়েছিল তা পুরোপুরি কেটে গেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের তরুণ পেস বোলার মারুফা আক্তার এখন সম্পূর্ণ সুস্থ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মারুফার কোনো ইনজুরি নেই এবং তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার সুস্থতার জন্য কোনো স্ক্যানের প্রয়োজনও হয়নি বলে জানান তিনি। এদিকে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনও মারুফার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গতকাল বুধবার বিশ্রামে থাকলেও আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন এই পেসার। তিনি বলেন মারুফা শেষদিকে বল করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তখন ঝুঁকি নিতে চায়নি দল। ও এখন ফিট আছে। পরের ম্যাচে খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করে ২৮ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন মারুফা। তার অনুপস্থিতিতে ডেথ ওভারে বোলিং দুর্বলতা ফুটে উঠেছিল, যা ম্যাচের ফলে প্রভাব ফেলেছিল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার বিধ্বংসী ইনসুইংয়ে ওমাইমা সোহাইল ও সাইদা আমিনকে ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়ে আলোচনায় আসেন ২০ বছর বয়সী এই পেসার। সুইংয়ের ওপর তার অসাধারণ দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও। সব মিলিয়ে, নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে মারুফার সম্পূর্ণ ফিট হয়ে ওঠা বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর।

পূর্ববর্তী নিবন্ধফিফার দুই সাব কমিটিতে জায়গা পেলেন তাবিথ-কিরণ
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ে ৮৭ ধাপ উন্নতি নাসুমের