আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম নির্বাহী কমিটির সভা

ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১৯ অপরাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা গত ৬ অক্টোবর সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন সাবকমিটির সুপারিশ সভায় অনুমোদন করা হয়। একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক প্রকল্পের ওপর আলোচনা করেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী ও মোহাম্মদ ওসমান গণি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশান) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আখতার, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী, মো. অছিউর রহমান, মো. হরমুজ শাহ বেলাল, মো. নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ‘অপরাজেয়’ অ্যাপস উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে সিরিয়াকে হারালো বাংলাদেশ