রাঙ্গুনিয়ায় টেক্সির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় টেক্সির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এক যুবক। দেড় মাস চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। তার নাম ইমতিয়াজ হোসেন ইতুন (২৭)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ওয়াকিল আহাম্মদ চেয়ারম্যানের বাড়ির আক্তার হোসেনের ছেলে। গতকাল বুধবার সকাল ১১টায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের স্বজন আবু তাহের জানান, গত ২১ আগস্ট রাত ৮টার দিকে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর প্রথমে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেড় মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়। সে পরিবারে তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয় সন্তান। তার স্ত্রী এবং এক কন্যা সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সরকারি হাসপাতালে একদিনে ৯ নরমাল ডেলিভারি