হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মো. আবুল কাশেম (৪০), আহম্মদ নূর (৫০), আবদুল আলী (৪৮) ও মো.ওসমান (৩০) নামে ৪ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার বড় দিঘির পাড়, লালিয়ারহাট ও চবি ১ নং গেট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ৪ ব্যক্তি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে–এমন তথ্যের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় পৌরসভার ৪ নং ওয়ার্ড আলীপুর এলাকার মৃত টুনু মিয়ার পুত্র মো. করিম, মো. জাকির হোসেনের পুত্র মো. লোকমান, পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম দেওয়াননগর এলাকার মো.তসলিম উদ্দীনের পুত্র মো. তামিম উদ্দীন এবং পৌরসভার ৭ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মো. কামালের পুত্র মো. এরশাদসহ ৪ জনকে চারশত টাকা অর্থদণ্ড ও এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।