মীরসরাইয়ে দেড় হাজার বর্গফুট চরঘেরা জাল ধ্বংস

সাগরে বালু উত্তোলন, ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হলো

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

মীরসরাই উপজেলার উপকূলাঞ্চলে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ধ্বংস করা জালের মূল্য প্রায় এক লাখ ২৫ হাজার টাকা। সরকারি নিষেদ্ধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় গতকাল বুধবার দুপুরে উপজেলার ডোমখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো ধ্বংস করা হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তাগণ। এ সময় অবৈধভাবে সাগরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ৩ অক্টোবর থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু কিছু অসাধু জেলে চরঘেরা জাল দিয়ে সাগরে মাছ আহরণ করছে এমন তথ্যের ভিত্তিতে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া সাগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়। তবে বালু উত্তোলন কাজে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চার মাদকাসক্তকে অর্থদণ্ড ও এক সপ্তাহ কারাদণ্ড
পরবর্তী নিবন্ধগুণগত শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার