আমাদের বসতবাড়ির আঙিনা ও আশপাশে অনেকের খালি জায়গা পতিত পড়ে আছে। পতিত না রেখে যদি আবাদের আওতায় আনা যায় তাহলে যেমন টাটকা বিষমুক্ত সবজি পরিবারের চাহিদা মিটাবে তেমনি বাড়তি আয় যোগ হবে পরিবারে। আর এতে কৃষি বিভাগের পাশাপাশি সার্বিক সহযোগিতা থাকবে উপজেলা প্রশাসনের।
হাটহাজারী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনার আওতায় কৃষক–কৃষাণীদের মাঝে বিনামূল্যে বসতবাড়ির আঙ্গিনায় শাক–সবজির বীজ ও মাঠে চাষযোগ্য জমির জন্য সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ কথা বলেন।
গত মঙ্গলবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন। উপজেলার আওতাধীন হাটহাজারী পৌরসভা ও মির্জাপুর ইউনিয়নে বসতবাড়ির আঙিনায় সবজি চাষের জন্য ৩শ জন কৃষক/কৃষাণী ও জমিতে সবজি চাষের জন্য ৫শ ৫০ জন কৃষককে ৮ প্রকারের সবজি বীজ এবং এম ও পি ও ডিএপি ১০ কেজি সার বিনা মূল্যে প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার আওতাধীন প্রত্যেক ইউনিয়নে প্রনোদনা প্রদান করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষি উদ্যেক্তা মো. বোরহান উদ্দিন। উপ–সহকারী কৃষি অফিসার মো. হাসান মাহমুদের সঞ্চালনায় সভাপতি তেলের চাহিদা মেটাতে এবারও কৃষকদের প্রতি সরিষা আবাদে গুরুত্বারোপ করেন।