চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত উৎসব “Folk Clock 3.0”, যা অনুষ্ঠিত হয় ICCR (Indian Council for Cultural Relations)-এর সহযোগিতায়, সেখানে গৌরবজনকভাবে ১ম রানার আপ অর্জন করেছে বাংলাদেশ চ্যাপ্টার।
৮ই অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে অংশ নেয় বিশ্বের ২৩টি দেশের শিক্ষার্থী। “23 Nations, One Rhythm” — এই স্লোগানে আয়োজনটি পরিণত হয় এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে, যেখানে প্রতিটি দেশের দল উপস্থাপন করে নিজেদের ঐতিহ্য ও শিল্পের সেরা প্রকাশ।
বাংলাদেশ দল ঐতিহ্যবাহী পোশাক, ছন্দ ও নৃত্যের সুনিপুণ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। তাদের পরিবেশনায় ফুটে ওঠে বাংলার মাটি, নদী, উৎসব ও লোকজ ঐতিহ্যের প্রাণ। দর্শক ও বিচারকরা একবাক্যে প্রশংসা করেন দলের সৃজনশীল উপস্থাপনা ও সাংস্কৃতিক আবেগ।
বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য অর্ণব দাশ বলেন, “এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি—সংস্কৃতি এক দেশের হৃদয়। বাংলাদেশের ঐতিহ্য ও লোকজ শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারা সত্যিই আনন্দের।”
আয়োজক কমিটি বাংলাদেশের পরিবেশনার প্রশংসা জানিয়ে বলে, “বাংলাদেশ দলের উপস্থাপনা ছিল ঐক্য, ভালোবাসা ও ঐতিহ্যের এক মধুর সংমিশ্রণ।”
ICCR-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক উৎসবের উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বন্ধন, সৌহার্দ্য ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। বাংলাদেশ চ্যাপ্টারের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়—এটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক।