আমি আমার কর্মকে পুঁজি করে
আমার যাপিত জীবনে সময় অতিবাহিত করতে চাই।
তাই আমি যতদিন থাকব শারীরিক সুস্থ,
ততদিন মানসিক শক্তি নিয়ে ভরসা যেন পাই।
তবে পৃথিবীতে কর্মহীন মানুষ
কখনো দীর্ঘজীবী হতে পারে না,
কারণ তাদের ভেতরে থাকে না
মানসিক শক্তি ও সামর্থ্যের প্রেরণা।
কর্মহীন অলস প্রকৃতির মানুষেরা
পরনিন্দা ও পরচর্চায় সময় পার করতে ভালোবাসে।
তার জন্য তাদের মনে
বয়সের ভার দ্রুত স্রোতের মতো আসে।
তারা নির্বোধ প্রাণীর মতো একদিন
পৃথিবী থেকে অনাদরে যায় ফিরে।
আসলে এমন মানুষরা কেন পৃথিবীতে আসে,
তা নিজেরাও জানে না, অসংখ্য মানুষের ভিড়ে।
তাই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেওয়ার জন্য
সৎ কর্ম দিয়ে নিজেকে করতে হবে ধন্য।
তা না হলে মানুষ হয়ে জন্ম নেওয়াটা
হয়ে যাবে একেবারেই নগণ্য।