বিশ্ব লায়ন্স সেবা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, পৃথিবীর দেশে দেশে সুবিধাবঞ্চিত মানুষের সেবা প্রদানের মাধ্যমে লায়ন্স ক্লাব সেবার বাতিঘরে পরিণত হয়েছে। পুরো পৃথিবীর ন্যায় গতকাল বিভিন্ন আয়োজনে চট্টগ্রামে লায়ন্স জেলা ৩১৫বি ৪ এর উদ্যোগে বিশ্ব লায়ন্স সেবা দিবস উদযাপিত হয়েছে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে লায়ন এম সোহেল খান ও স্মৃতি কনা দাশের সঞ্চালনায় আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহম্মেদ অপু।
অনুষ্ঠানে আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম এ মালেক, লায়ন কাইয়ুম চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মনজুর আলম মনজু, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, বিশ্ব লায়ন্স সেবা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন খুরশীদ আনোয়ার চৌধুরী বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের সহধর্মনী লায়ন রোকেয়া হাসান, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅডিনেটর লায়ন নবিউল হক সুমন, রিজিয়ন চেয়ারপারসন জাহাঙ্গীর মিঞা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন পারভীন মাহমুদ, সিনিয়র গভর্নর এডভাইজার সিলভেস্টার বার্নাডেন্ট, রিজিয়ন চেয়ারপারসন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপারসন আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইসমাইল চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন এস কে পালিত, রিজিয়ন চেয়ারপারসন শওকতুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন ইঞ্জিনিয়ার মুজিবুল হক, রিজিয়ন চেয়ারপারসন আবু নাসের রনি, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শওকত হোসেনসহ বিপুল সংখ্যক লায়ন ও লিও সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।