১৬৯ ডট বল খেলে বাংলাদেশের হার

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান। আবুধাবিতে দারুণ বোলিং পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে ২২১ রানে আটকে রেখে আফগানরা জয় পায় ১৭ বল বাকি রেখে। বল হাতে তিন উইকেটের পর ব্যাটিংয়ে ৪০ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচের সেরা আজমাতউল্লাহ ওমারজাই। আলাদা করে বলতে হবে রাশিদ খানের কথাও। দুর্দান্ত এক স্পেলে তিন উইকেট নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দিয়ে তিনি বড় ভূমিকা রাখেন বাংলাদেশের রান এত কমে রাখতে। খবর বিডিনিউজের।

টস জিতে ব্যাটিং নিয়ে অধিনায়ক মিরাজ বলেন, ২৮০ রানের আশেপাশে স্কোর গড়তে চান তারা। কিন্তু টপ অর্ডার পারেনি দলকে শক্ত ভিড় গড়ে দিতে। মিডল অর্ডারে মিরাজ ও হৃদয় ফিফটি করেছেন। কিন্তু বল খেলে ফেলেছেন বড্ড বেশি। ১০১ রানের জুটি গড়তে মান্ধাতার আমলের ব্যাটিংয়ে বল লেগেছে তাদের ১৪২টি! এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় প্রত্যাশিত উচ্চতা স্পর্শ করেনি স্কোর। বাংলাদেশের ইনিংসের ১৬৯ বল থেকে কোনো রান আসেনি। আফগানদের ইনিংসেও ‘ডট’ ডেলিভারি ছিল ১৫৩টি। তবে তাদের জন্য সেটি বড় ব্যাপার হয়নি, রান তাড়ায় লক্ষ্য তো আর বড় ছিল না! সিরিজের দ্বিতীয় ম্যাচ এই মাঠেই শনিবার।

পূর্ববর্তী নিবন্ধসেই চিঠি আর আসে না…
পরবর্তী নিবন্ধ২১ দিনে ফেরেনি নিখোঁজ ৭ জেলে