খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকার একটি ঝোপ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার একটি দল ঝোপের মধ্যে পড়া থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে সেটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোনো সংস্থার বা কারা বহন করেছে–তা জানতে তদন্ত চলছে। তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেন তিনি।