শিপিং এজেন্টস অ্যাসোর নির্বাচন ও প্রশাসক নিয়োগের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শিপিং এজেন্টদের সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর নির্বাচন এবং প্রশাসক নিয়োগের ওপর স্থিতাবস্থার আদেশ জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএসএএ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও অ্যাসোসিয়েশনের ভোটার (আইডি নং ৩৩৯) ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

সালাহ উদ্দিন চৌধুরী গত ৭ অক্টোবর তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা দুটি অফিস আদেশকে চ্যালেঞ্জ করেন। প্রথম আদেশ (মেমো নং ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৫.৯২ (পার্ট)-৯২) বিএসএএ নির্বাচনের কার্যক্রম স্থগিত করে, আর দ্বিতীয় আদেশ (মেমো নং ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৫.৯২ (পার্ট)-৯৩) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

রিটটি (নং ১৬৩৯৩/২০২৫) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেড অর্গানাইজেশন২ এর মহাপরিচালক ও উপসচিব, প্রশাসক হিসেবে নিয়োজিত শারমিন জাহান, চট্টগ্রামের ডেপুটি ও বিভাগীয় কমিশনার, এফবিসিসিআই এবং বিএসএএ নির্বাচন বোর্ডের একাধিক কর্মকর্তাকে বিবাদী করে দায়ের করা হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ সামিউল হক। শুনানিতে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ দুটি আইনি কর্তৃত্বের বাইরে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অযৌক্তিক হস্তক্ষেপ। আদালত আবেদনকারীর যুক্তি শোনার পর বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত বিএসএএ নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসক নিয়োগ উভয়ই স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক
পরবর্তী নিবন্ধআমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা