অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ১ লক্ষ টাকার অর্থদন্ড

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে, অস্বাস্হ্যকর পরিবেশ ও ভেজাল দ্রব্য দিয়ে মিষ্টি উৎপাদন করার দায়ে ক্লাসিকাল সুইটস নামক এক প্রতিষ্টানকে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্টানে থাকা আনুমানিক ১০ মণের অধিক মিষ্টি, উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন কাচামাল ডোবায় ফেলে দেয়া হয়।

মঙ্গলবার(৭ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এ সময় অভিযোগকারি মামলার প্রসিকিউটর ছিলেন লোহাগাড়া স্বাস্হ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী। অভিযানে থানা পুলিশ আনসার সদস্য ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলা সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড মোহাম্মদ আলী মুন্সী পাড়ার বাসিন্দা আক্তার কামাল চৌধুরীর পুত্র আতিকউল্ল্যাহ চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন অস্বাস্হ্যকর পরিবেশে ভেজালদ্রব্য দিয়ে দীর্ঘদিন ধরে মিষ্টি উৎপাদন করছিল একটি চক্র, উপজেলা যুবদল নেতা মুসলিম হোসাইনের দেয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট মো: সাইফুল ইসলাম জানান, ভেজাল মিষ্টি তৈরির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়, সকল কার্যক্রম বন্ধসহ দোষীকে অর্থদন্ড দেওয়া হয়, আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ভেসে এল মৃত ইরাবতি ডলফিন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাইক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু