ঢাকায় আয়োজিত ডিআরএমসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সিইউডিএস শ্রেষ্ঠত্ব অর্জন করে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চ্যাম্পিয়ন দলটি ট্রফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) ও সিইউডিএসের উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চ্যাম্পিয়ন দলের সদস্য বিতার্কিক আরাফাত হোসেন ও অর্ণব মিত্রসহ সংগঠনের কয়েকজন সদস্য। চবি উপাচার্য দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ক চর্চার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে এবং তাদের মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় সিইউডিএস দলের সদস্য তানজীম আহমেদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। আয়োজিত প্রতিযোগিতাটি ছিল বাংলা বিতর্ক অঙ্গনের প্রথম AUSTRAL পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা।