ফৌজদারহাট সলিমপুর সিডিএ হজরত উমর (র.) মডেল মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড, লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপোলিটন ও লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স এর যৌথ উদ্যোগে অক্টোবর সেবা মাস–২০২৫ উপলক্ষে বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি ৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন অপু। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত ছিলেন জিএসটি কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মনোয়ারা বেগম, আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, লায়ন অঞ্জন শেখর দাস, জেডসি কনসার্ন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন মো. আব্দুল্লাহ আল মামুন, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন এনায়েত হোসেন ও লায়ন নুরুল আবসার আজাদ।
আয়োজনে শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও যত্নের উপর সেমিনার পরিচালনা করেন মনোরোগ বিশেষজ্ঞ মুকুল চন্দ্র নাথ। ডায়াবেটিস, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে সেমিনার পরিচালনা করেন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী এবং প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী। এছাড়া ডিজি কল ‘একতাতে সমৃদ্ধি’ এর উপর রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিচারক ছিলেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া ও লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম।
উল্লেখ্য, উক্ত মাদ্রাসায় প্রায় ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী, নাস্তা বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসা প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধিসহ গাছের চারা লাগানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।