সন্দ্বীপ উপজেলা বিএনপির মতবিনিময় সভা

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

বিএনপি সন্দ্বীপ উপজেলা শাখার সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার এক মতবিনিময় সভা চন্দন মজুমদার সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় কমিটির সদস্য (দপ্তর নিযুক্ত) মো. তারিকুল আলম তেনজিং। তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিক তার সঠিক মৌলিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে বিএনপি হাতকে শক্তিশালী করায় লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.বেলায়েত হোসেন,অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসেন ঠাকুর, জামশেদুর রহমান জামশেদ, আজমত আলী বাহাদুর, প্রকৌশলী সুজিত নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গাঁজা গাছসহ কারবারি আটক
পরবর্তী নিবন্ধবেতার ব্যক্তিত্ব মমতাজ আলী খানের ইন্তেকাল