এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে। আর সেই শক্তি নিয়ে ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। গতকাল মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ব্রিটিশ–বাংলাদেশি এই ফুটবলার। আগের দিন অনুশীলনে থাকলেও সংবাদমাধ্যমের সামনে আসেননি হামজা। তবে এবার যেন সব অপেক্ষার জবাব দিলেন আত্মবিশ্বাসী কণ্ঠে। দলের সবচাইতে নির্ভরযোগ্য এই ফুটবলার বলেন হংকং এর বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। টিম এখন ভালো জায়গায় আছে। আমরা সবাই একসাথে কাজ করছি । খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই মিলে একটা শক্ত ইউনিট হয়ে গেছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। সিলেটের আঞ্চলিক টানে স্থানীয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া হামজা জানান, তিনি দলের প্রস্তুতিতে সন্তুষ্ট। সিলেটি ভাষায় রসিকতা করে বলেন, বহুত চান্স আছে। কোচের সঙ্গে জমে গেছে। টিমে আগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ উইনিং টিম হমু। আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৮টায় । আর ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে স্যাটেলাইট চ্যানেল টি–স্পোর্টস।
বাংলাদেশ এরই মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলে ফেলেছে। আর দুটিতেই খেলেছেন হামজা চৌধুরী। এই দুই ম্যাচের মধ্যে একটিতে হেরেছে আর অণ্যটিতে ড্র করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। গ্রুপে পয়েন্ট টেবিলের নিচে থাকলেও ঘরের মাঠে হংকং এর বিপক্ষে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় ফিরতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হামজা চৌধুরী বলেন আমাদের এই দলটিতে প্রচুর সম্ভাবনা আছে। আমি তৃতীয়বারের মতো এসেছি বাংলাদেশ দলের হয়ে খেলতে। প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় ফল দেওয়ার। আগের দিন ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। সকালে ঢাকায় পৌছে বিকেলেই অনুশীলনে নেমে পড়েন এই ফুটবলার। আর গতকালতো পুরোদমে অনুশীলন করলেন। এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। তিনি কানাডা থেকে এসে দলের সাথে যোগ দিয়েছেন।
হংকং এর বিপক্ষে ম্যাচটাকে অন্যরকম চ্যালেঞ্জ মনে করছেন হামজা। তিনি বলেণ আমি বিশ্বাস করি আমরা অবশ্যই জিতব। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে। এটাই ফুটবল। চলার পথে চ্যালঞ্জ নিতে হবে। আমরা কোনো অজুহাত দাঁড় করাব না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচে ইনজুরি সমস্যা ছিল। আমাদের স্কোয়াড খুব ভালো। বেঞ্চের খেলোয়াড়দের খুব বিশ্বাস আছে। সিঙ্গাপুর ম্যাচের অন্তিম সময়ে পাওয়া সুযোগটি কাজে লাগাতে না পারা এখনও পীড়া দেয় হামজাকে। হংকং ম্যাচে এমন সুযোগ ফের দুয়ারে কড়া নাড়লে সাড়া দিতে আরও বেশি তটস্থ থাকবেন বলেও জানালেন এই তারকা ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচে মিস করে খুব খারাপ লেগেছিল। সেই মুহূর্তের রিপ্লে আবার দেখেছি আমি। পরেরবার ইনশাল্লাহ সুযোগ কাজে লাগাতে পারব। আমি জানি আমাকে নিয়ে প্রত্যাশা বড়। আশা করি আমি সেটা পূরণ করতে পারব।