আমি মেসি নই বললেন হামজা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

হামজা চৌধুরী তাকে মেসির জায়গায় ভাবতে বারণ করলেন। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করিয়ে দিলেন ফুটবলের মূল সূত্রকোনো একজনের কাঁধে চড়ে নয়, দলীয় প্রচেষ্টাতেই আসবে সাফল্য।

মেসি ছাড়া আর্জেন্টিনা এবং মেসিসহ আর্জেন্টিনার মতো হামজাসহ বাংলাদেশ, হামজা ছাড়া বাংলাদেশ কেমনএমন প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। ২৮ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার উত্তরও দিলেন বরাবরের মতোই বিনয়ী কণ্ঠে। ‘অবশ্যই না,আমি এই দলে মেসি নই। দিন শেষে ফুটবল দলীয় খেলা। আমি মনে করি, যদি মেসিও বাংলাদেশ দলে খেলতেন, তারপরও সঠিক ট্যাকটিকস খুঁজে পাওয়া ও টিম স্পিরিট তৈরি করতে আমাদের বেগ পোহাতে হত। ফুটবল কখনই স্রেফ একজন খেলোয়াড়ের বিষয় নয়। বিশেষ করে, আমার ক্ষেত্রে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইনশাল্লাহ, এক জাতি হিসেবে আমরা সফলকাম হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৫ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধহামজার বিশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়বে দল