চিটাগাং ক্লাবে স্লুকার টিম ডাবল ও এইটবল পুল চ্যাম্পিয়নশিপ শুরু

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে সিসিএলরিটজি স্নুকার টিম ডাবল এন্ড এইটবল পুল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। গত ৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় এই চ্যাম্পিয়নশিপের যৌথভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের চীফ হোস্ট চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) এবং প্রধান অতিথি রিটজি গ্রুপের এমডি মির্জা মো. জামশেদ আলী। চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় সিসিএল ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ হাবীব (রকি), শেখ হাছান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যারিস্টার শাবাজ মুন্তাসির চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে
পরবর্তী নিবন্ধআশা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ