এশিয়া কাপে বিস্ফোরক ব্যাটিংয়ে টুর্নামেন্ট–সেরা হওয়া আভিষেক শার্মা পেতে পারেন আরেকটি দারুণ স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় ওপেনার। সেপ্টেম্বরের সেরার লড়াইয়ে আরও আছেন তার স্বদেশি স্পিনার কুলদিপ যাদবও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান বেনেট। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম গতকাল মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস ও পাকিস্তানের ব্যাটার সিদরা আমিন।
সংযুক্ত আরব আমিরাতে ভারতের এশিয়া কাপ জয়ের পথে সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে আভিশেক করেন ৩১৪ রান। আসরে আর কেউ তিনশ রান করতে পারেননি। ২৬১ রান করে তালিকার দুই নম্বরে থেকে আসর শেষ করেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। সুপার ফোর পর্বে তিন ম্যাচের সবকটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন আভিশেক। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৭৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন তিনি। অভিষেকের স্বদেশী কুলদীপ যাদব সাত ম্যাচে ১৭ উইকেট নিয়ে টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নিয়ে লক্ষ্য দেড়শর নিচে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি। আসরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি স্রেফ ৭ রান দিয়ে।