প্রকৃত লেখক বাঁচেন স্বাধীনতায়, সত্যের সন্ধানে

সাইফুল্লাহ কায়সার | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

লেখক হওয়া সহজ কোনো বিষয় নং। এরজন্য সাধনা দরকার। শুধু কলম হাতে নিলেই লেখক হওয়া যায় না; লেখক হতে হলে প্রয়োজন হয় পড়াশোনা, মনন, ধৈর্য ও অনবরত সাধনা। যিনি বেশি পড়েন, যিনি পাঠ থেকে নির্যাস সংগ্রহ করেন, তিনিই লেখার মূলে পৌঁছাতে পারেন। পাঠক না হয়ে লেখক হওয়া যায় না। পড়ার ভেতরেই লুকিয়ে থাকে লেখকের কল্পনার বীজ, আর সেই বীজ থেকেই জন্ম নেয় নতুন সৃষ্টি।

কিন্তু লেখকের পথ সর্বদা মসৃণ নয়। সমাজ তাকে সবসময় স্বাগত জানায় না। বরং অধিকাংশ সময় সমালোচনা, বিরোধিতা কিংবা অবজ্ঞার মুখোমুখি হতে হয়। প্রকৃত লেখক এ সবকিছু উপেক্ষা করে কলম চালিয়ে যান। কারণ কলমই তাঁর আসল অস্তিত্ব, কলমই তাঁর সাহস। লেখকের কলম থেকে ঝরে পড়ে আনন্দের সুর, ভেসে আসে বেদনার গান, আবার কখনো সেই কলমই আঁকে ভবিষ্যতের আলোকরেখা। একজন লেখক কেবল বাস্তবকে লিপিবদ্ধ করেন না, তিনি কল্পনাকেও বাস্তবে টেনে আনেন। তিনি আমাদের নিয়ে যান কল্পনার অরণ্যে, স্বপ্নের জগতে, আবার ফিরিয়ে আনেন সমাজের কঠিন বাস্তবতায়। তাঁর লেখা আমাদের মনে জাগায় প্রেম, সাহস ও নতুন উদ্যম। কোনো সভ্যতা যখন মলিন হয়ে পড়ে, তখন লেখকের কলমই পারে তাকে নতুন প্রাণ দিতে। লেখকের দায় কেবল নিজের কাছেনিজের বিবেকের কাছে, নিজের চেতনার কাছে। তিনি সমাজের ভয়ে মাথা নোয়ান না। প্রকৃত লেখক বাঁচেন স্বাধীনতায়, বীরত্বে এবং সত্যের সন্ধানে।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হোক
পরবর্তী নিবন্ধশিক্ষাগুরু মিহির কান্তি শীল