এবং যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন (তারা) বলে, ‘হাঁ, আমরা শুনেছি। ইচ্ছা করলে আমরাও অনুরূপ বলে দিতাম। এগুলো তো পূর্ববর্তীদের কিচ্ছা–কাহিনী মাত্র।’
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ৩১) সূরা আল–আন্ফাল।
দারিদ্র মানুষের নিকট হেয়, কিন্তু আল্লাহর নিকট প্রশংসনীয়।
–আল হাদীস (ছগির)।
একজন পীড়িত ব্যক্তি তার রোগের কথা ছাড়া আর কিছু বলতে ভালোবাসে না।
– স্যামুয়েল জনসন।