১২ কেজি এলপিজির দাম কমল ২৯ টাকা

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে এই সিলিন্ডারে দাম গুনতে হবে ১ হাজার ২৪১ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৫ টাকা ৮৭ পয়সা। সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা। খবর বিডিনিউজের।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ধরা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ৬৫ পয়সা, যা আগের মাসে ছিল ১০২ টাকা ১২ পয়সা। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে কমিশন। প্রতি লিটারের দাম ৫৮ টাকা ১৫ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে। এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮২ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে করেছে বিইআরসি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধবায়িং হাউজের মালিকের বিরুদ্ধে আলজেরিয়ান ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগ