নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং কেবি ফজলুল কাদের রোড ও ফুটপাত থেকে ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফুটপাতে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৭ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদকৃত দোকানগুলো অবৈধভাবে সড়ক, ফুটপাত ও নালা দখল করে স্থাপন করা হয়। অনেকে ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছিল।