চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১২.৫৪ কোটি টাকা। ১,৮৫৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৯০.০২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫০.২২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.০২ পয়েন্ট কমেছে, যা হলো ৯৬৩.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯১৩.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৭৭১.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩১৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, দাম কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।