গতকাল সম্পন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। ২৫ পরিচালক নিশ্চিত হওয়ার পরপরই রাতে নির্বাচন সম্পন্ন করা হয় সভাপতি এবং দুই সহ সভাপতি নির্বাচন। যেখানে সভাপতি পদে অনুমিতই ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। একই সাথে সহ সভাপতি পদেও দুই জনের নাম খুব বেশি উচ্চারিত হচ্ছিল। তাদের একজন চার মাস আগে সভাপতির পদ হারানো ফারুখ আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু সেখানে বড় চমক হয়ে এলেন বরিশাল বিভাগ থেকে নির্বাচত পরিচালক শাখাওয়াত হোসেন। বাদ পড়লেন নাজমুল আবেদীন ফাহিম। গতকাল প্রথম সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। চার মাস আগে যিনি নাটকীয় ঘটনাপ্রবাহের পর হারিয়েছিলেন বিসিবি সভাপতির পদ। পরে সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন তিনিই আবার পেলেন বড় দায়িত্ব। দ্বিতীয় সহ–সভাপতি বরিশাল বিভাগের পরিচালক ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাখাওয়াত হোসেন। সবশেষ বোর্ডে বিসিবি সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল তাকে। তিনি ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ বলে গুঞ্জন আছে ক্রিকেট আঙিনায়।












