শেষ হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের বাঁ–হাতি ওপেনার তানজিদ হাসান। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি হাফ–সেঞ্চুরিতে ৮৬ রান করেছেন তানজিদ। তার গড়– ২৮.৬৬ এবং স্ট্রাইক রেট ১১১.৬৮। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের টপ–অর্ডার ব্যাটার সাইফ হাসান। ১টি অর্ধশতকে ৪১ গড় ও ১৪৯.০৯ স্ট্রাইক রেটে ৮২ রান করেছেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ সেরা হন সাইফ। সর্বোচ্চ রানে শীর্ষ পাঁচের মধ্যে আফগানিস্তানের একমাত্র ব্যাটার হিসেবে আছেন রহমানুল্লাহ গুরবাজ। সাইফের মত ৩ ইনিংসে ৮২ রান করেছেন গুরবাজও। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে দুই বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। তিন ইনিংস করে খেলে ইমন ৭০ ও সোহান ৬৪ রান করেন। বোলারদের তালিকায় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান। ৩ ইনিংসে ১২ ওভার বল করে ৬০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন এবং আফগানিস্তান পেসার আজমতুল্লাহ ওমরজাই। ১২ ওভার বল করে ৬৭ রানে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন নাসুম।