‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার উদ্যোগে গত ৫ অক্টোবর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বাকশিসের কেন্দ্রীয় সহ–সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেছেন, শিক্ষাব্যবস্থায় যদি সরকারি বেসরকারি চরম বৈষম্য বিদ্যমান থাকে তাহলে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি মারাত্মক বাধাগ্রস্ত হবে। তিনি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনে সুনির্দিষ্ট জাতীয় নীতিমালার ভিত্তিতে প্রাথমিক স্তর পরবর্তী শিক্ষাব্যবস্থা রাষ্ট্রের দায়িত্বে নিতে ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলনের গুরুত্বারোপ করেন। সভার সভাপতি বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ বলেন, বাকশিস শিক্ষকদের অধিকার আদায়ে অতীতের মতো দলনিরপেক্ষ অবস্থান বজায় রেখে ইউনেস্কো ও আইএলও কর্তৃক অনুমোদিত ১৯৬৬ সালের ‘শিক্ষকদের অধিকার ও মর্যাদা সনদ’ বাস্তবায়ন এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের সংগ্রামে আপোষহীন ও বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে।
এতে সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। শিক্ষকদের র্যালি রাজপথ প্রদক্ষিণ শেষে অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এর সঞ্চালনায় বাকশিস কার্যালয় প্রাঙ্গণে ইউনেস্কো ঘোষিত “শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাকশিস এর কেন্দ্রীয় সহ–সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী, এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম, উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমদ, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক শিমূল বিকাশ দাশ, অধ্যাপক ইন্দিরা চৌধুরী ও অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ : শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন–শিক্ষকদের ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। গত রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এ আয়োজনটি করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক এম ফরিদুল আলম হোসাইনী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাসমাশিস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিনিধি মীর আবু সালেহ মোঃ শামছুদ্দিন শিশির, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চল সভাপতি এমএ সাফা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলা সভাপতি তৌহিদুল আলম, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন রাজু সহ আরো অনেকে।
বাংলাদেশ শিক্ষক সমিতি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিক্ষকরা শুধু পাঠদাতা নন, তাঁরা জাতি গঠনের কারিগর। শিক্ষার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনীর সভাপতিত্বে গত ৫ অক্টোবর আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. শামসুদ্দীন শিশির। সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ লকিতুল্লাহ, অঞ্চল চৌধুরী, শুভ্রা চক্রবর্তী, মোহাম্মদ আবু তাহের চৌধুরী, মো. কামাল উদ্দিন, মো. আবুল কালাম, স্বপন সাহা, সনজীব কুসুম চৌধুরী, মনিকা সেন, নুরুল হক ছিদ্দিকী,ফিরোজ চৌধুরী, এইচ এম সৈয়দ হোসেন, মো. জাকের হোসেন, ভানু রানী দে, মৃনাল দাশ, জানে আলম, কাঞ্চন বিশ্বাস, শ্যামল দে, আবু তৈয়ব, মো. এহসান, রফিকুল ইসলাম।
সমমনা শিক্ষক সমিতি : ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমমনা শিক্ষক সমিতি (সশিস) চট্টগ্রামের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ও অভিষেক গতকাল সোমবার বান্দরবানের একটি রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সশিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী আকবর হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল মাসুদ চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক গোলাম মোস্তফা তাজ,অধ্যাপক মীর মোহাম্মদ নূর উদ্দিন, অধ্যাপক ওমর ফারুক, গোলাম ফারুক, মো. ইউসুফ খলিল, অধ্যাপক শবনম নার্গিস, শাহ আলম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মিজানুর রহমান, মো. রবিউল আলম, শহীদুল হক, জহিরুল আলম মীর।